
মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাই বেঞ্চ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৪০টা বেঞ্চ বিতরণ করা হয়।
উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ইউএনও রিয়াজ উদ্দিন আহাম্মদ উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনের হাতে এ বেঞ্চ বিতরণ করেন।
বিতরণকালে তিনি বলেন- এবছর উপজেলার ১২টি ইউনিয়ন ১২টি হাইস্কুল ও ১২টি দাখিল মাদ্রাসায় মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০টি হাই বেঞ্চ বিতরণ করা হয়েছে।সএছাড়া একটি পৌরসভায় ২টি করে প্রতিষ্ঠানকে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]