কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদরাসায় সরকার প্রদত্ত চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বই উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে।
ওই প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে চারতলা ভবনের একতলা নির্মান করা হবে। যার বরাদ্দ ৮৫ লাখ টাকা।
রবিবার (১ জানুয়ারী) মাদরাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল ও চন্দনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী।
চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বুঝতলা আবুবকর সিদ্দিক আলিম মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই, বুঝতলা হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক, মাওলানা এটিএম রুহুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা এসএম আহমদ আলী, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) জহুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, সাবেক ইউপি সদস্য অলিয়ার রহমান, লিয়াকত আলী, রবিউল ইসলাম, যুবলীগ নেতা জাকির হোসেন, আতাউর রহমান, খায়রুল বদ্দী, সাংবাদিক এসএম ফারুক হোসেনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সূধিজনেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]