কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার বোয়ালিয়া ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকদের হারিয়ে হঠাৎগঞ্জ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।
সোমবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে যুব কমিটি আয়োজিত, ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ ফুটবল একাদশ বনাম স্বাগতিক বোয়ালিয়া ফুটবল একাদশের মধ্যেকার খেলার উভয় দল গোলশূন্য নিয়ে ট্রাইব্রেকার যায়।
টানটান উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বোয়ালিয়াকে হারিয়ে হঠাৎগঞ্জ শিরোপা অর্জন করে।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও আবু সাঈদ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আখতারুজ্জামান আখতার, সিনিয়ার যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম।
ধারাভাষ্য প্রদান করেন আবুল বাশার।
খেলায় চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকা এবং রানার্সআপ দল কে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]