শফিকুর রহমান: কলারোয়ার বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রবিউল হকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৮ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জে এম ফরিদ।
মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও অতিথিদের অকৃত্রিম সম্মাননা গ্রহন করেন বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সুপার মাওঃ রবিউল হক।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এ জেড নজরুল ইসলাম,বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, লাঙ্গলঝাড়া মাদ্রাসার সুপার মাওঃ আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর ইবনুল খাত্তাব দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রেজাউল করিম,কলারোয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান খোকা,চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান,কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আইনজীবী সহকারি রেজাউল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ,মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মুহা.আইয়ুব আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]