প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৭:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ
কলারোয়ার বোয়ালিয়া হাই স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ, রবিবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ বদরুল রহমানের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, নীরব প্রার্থনা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেই অগ্নিঝরা দিনের স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল