নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমদ। গতকাল (২৯শে নভেম্বর)শুক্রবার উপজেলা চত্বরে অস্থায়ী মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের আগে মসজিদের সকল মুসল্লি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বয়ান করেন। তারপর তিনি নামাজ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন এ মডেল মসজিদটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন আগামী জুম্মা থেকে এখানে নামাজ চালু করে দিন। যাতে এলাকার মুসল্লিদের নামাজ আদায় করতে কোন সমস্যা না হয়।
এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) জহিরুল ইসলাম, ভূমি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, নির্বাচন অফিসার, আল ইমরান, উপজেলা জামায়াত নেতৃবৃন্দ, বিএনপি'র নেতৃবৃন্দসহ সকল মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]