কলারোয়ার সীমান্তবর্তী মাদরায় মাদক ও মানবপাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি মোড়ে মাদক ও মানবপাচার বিরোধী ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাদরা বিওপি আয়োজিত এ মতবিনিময় সভায় মাদক ও মানবপাচার বিরোধী মনোভাব সৃষ্টিতে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সেইসাথে সরকারি ভর্তুকি দেওয়া সার পাচার রোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মাদরা বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান, ইউপি সদস্য নুর হোসেন ও মেহের উল্লাহ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, কামরুজ্জামান প্রমুখ
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]