কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিক শেখ ফরহাদ হোসেন তপু। সম্প্রতি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিতে মোস্তফা আলী আহমেদ শিক্ষক প্রতিনিধি, মাসুদা পারভীন অভিভাবক সদস্য ও প্রধান শিক্ষক মো.আমানুল্লাহ আমান পদাধিকারবলে সদস্য সচিব মনোনীত হয়েছেন।
এদিকে, নতুন সভাপতি শেখ ফরহাদ হোসেন তপু বিদ্যালয়ে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মচারীরা।
নতুন সভাপতি শেখ ফরহাদ হোসেন তপু বলেন, ‘আমার নিজের গ্রামের বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগি হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে নানামুখি উদ্যোগ নিবো ইনশাল্লাহ।’
তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]