কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ‘ওয়ার্ড সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে যুগিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করে খালেদা জিয়া-তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে। আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ গঠনে সহযোগিতা করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা মেনে সকলে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে ধানের শীষকে বিজয়ী করে করতে হবে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন পারভেজ, এমএ রব শাহিন, কৃষকদল নেতা মনিরুজ্জামান, মোতাহার হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল করিম ও আব্দুল জব্বার।
সম্মেনের দ্বিতীয় পর্বে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]