জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১কোটি ৪৯লাখ ২৯হাজার’ ৯শ’ টাকার বাজেট ঘোষণা করেন যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান।
আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।
যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু সুফিয়ান, ইউপি সদস্য মঞ্জুয়ারা খাতুন, মনোয়ারা খাতুন, মঞ্জুয়ারা বেগম, সামছুদ্দীন মল্লিক, বিল্লাল হোসেন, ডাবলু হোসেন, বাবুল আক্তার, বজলুর রহমান, মফিজুল ইসলাম, শাহাজাহান সরদার, মাছুম বিল্লাহসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট।
এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট।
এসময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]