দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া পৌরসভার মাঝ দিয়ে বয়ে যাওয়া বেত্রবতী নদীর উপর 'তারক নন্দী' ব্রিজ নির্মাণে ভূমি জরিপের কাজ সস্পন্ন করা হয়েছে।
বুধবার( ২৪ জানুয়ারী) সকাল ১০ টায় যুগিবাড়ি মোড় থেকে মুরারীকাটি যাওয়ার পথিমধ্যে বেত্রবতী নদীর উপর তারক নন্দী ব্রিজটি নির্মাণে মাটি পরীক্ষা( সয়েল টেষ্ট) করা হয়।
পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নির্দেশনায় ভূমি জরিপের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার পর মাটির ভার বহন ক্ষমতা পরীক্ষা করতে মাটি সংগ্রহ করার জন্য ব্রিজ নির্মাণধীন স্থানে সরোজমিনে পরিদর্শন করেন পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন ও কার্য সহকারী শেখ এমরান হোসেন। পৌর প্রকৌশলীর তথ্য মতে জানা যায়, দীর্ঘ বছর জনগুরুত্বপূর্ণ।
তারক নন্দী' ব্রিজটি চলাচলে অযোগ্য হয়ে রয়েছে। জনস্বার্থে ব্রিজটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার ও এডিবি'র(ADB)'র আর্থিক সহায়তায় উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (CTCRP) প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের অনুমোদন লাভ করে। দীর্ঘ ৩৫ মিটার লম্বা আরসিসি(Rcc) গার্ডার ব্রীজটি নির্মাণে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে বলে জানা যায়।
পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ভূমি জরিপ সহ সকল পর্যবেক্ষণ শেষে আগামী ২০২৪-২৫' অর্থ বছরের শুরুতেই (জুলাই মাস) সরকারী নির্দেশনা অনুযায়ী ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা যাবে।
উল্লেখ্য, নতুন করে 'তারক নন্দী' ব্রিজ নির্মাণে পৌরসভা সহ মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পথচারী সহ এলাকাবাসি খুশি ও আনন্দ প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]