কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপি'র ৮টি ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাতক্ষীর-১ (তালা কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে জালালাবাদ ইউনিয়নসহ তালা কলারোয়ার প্রত্যেকটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে, তাদের কোন কষ্ট দেয়া যাবে না। জমি দখল ও চাঁদাবাজি করা যাবে না। বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না।
সব মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগামী নির্বাচনে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে তালা কলারোয়ার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করারও অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা ও কলারোয়া উপজেলার টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা।
অধিবেশন শেষে টিম লিডার ৮টি ওয়ার্ডের দলীয় ফরম পূরণকৃত নেতা কর্মীদের উপস্থিতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
এ দিকে অধিবেশনে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে তালা কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে জয়লাভ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]