
সাতক্ষীরা জেলা সংবাদদাতা।। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার আমিনুল ইসলাম লাল্টু কলারোয়ার মুরারিকাঠি গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে। তিনি কলারোয়া উপজেলা পরিষদের সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান ও পরপর দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক। সর্বশেষ তিনি সাতক্ষীরা জেলা আ.লীগের নির্বাহী সদস্য পদে ছিলেন বলে জানা গেছে।
আমিনুল ইসলাম লাল্টুর ছেলে এসএম আশিকুর রহমান সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। ভিডিও’তে তার বাবাকে গ্রেফতারের পিছনে কলারোয়ার অপর দুই আ.লীগ নেতা ও বিএনপিকে দোষারপ করে অভিযোগ তোলেন।
ঢাকায় গ্রেফতারের বিষয়টি সাতক্ষীরা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে আমিনুল ইসলাম লাল্টু আত্মগোপনে চলে যান। পরে তিনি পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করেন। মাঝেমধ্যে ফেসবুকে সরব থাকতেও দেখা যেতো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]