সাতক্ষীরার কলারোয়া পৌরসভার প্রথম প্রশাসক আজিজুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী বৃহষ্পতিবার।
প্রয়াত আজিজুল হক চৌধুরীর পুত্র সাংবাদিক আরিফুল হক চৌধুরী জানান, নিজ নামে স্বমহিমায় উজ্জল বর্ণাঢ্য জীবনের অধিকারি আজিজুল হক তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনীতিবিদ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রাশাসক। তিনি কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারিকরণে সমন্বয়কারী, কলারোয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে কলারোয়াবাসী। আধুনিক কলারোয়া গড়ার পিছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম আজিজুল হক চৌধুরী।
জীবদ্দশায় তিনি জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আজিজুল হক চৌধুরী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]