নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারস্থ সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ।
সীমান্ত প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা.শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল গফুর।
বিশেষ অতিথি ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খায়রুল আলম(কাজল সরদার), ফারুক হোসাইন রাজ, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, আশার আলোর তানভীর হোসেন, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের দফতর সম্পাদক শামীম হোসেন, ব্যবসায়ী আকাশ, জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাত বরণ কারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]