কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২ জুলাই, ২০২৪ সংগঠনটির উপদেষ্টা প্যানেল এ কমিটি অনুমোদন দেন।
৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনিত হলেন যথাক্রমে মোঃ রুহুল কুদ্দুস ও তৈমুর রহমান মৃধা।
কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ জুন থেকে উপদেষ্টামন্ডলী ও সদস্যদের মধ্যে অনলাইন ও অফলাইনে কয়েক দফায় মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ উপস্থিত ছিলেন সীমান্ত সম্প্রীতি সংঘের উপদেষ্টা ইব্রাহিম খলিল বিদ্যুৎ, ডা. গোলাম কুদ্দুস, সাইফুল ইসলাম সেন্টু, জাহাঙ্গীর আলম জনিসহ অনেকে।
নবগঠিত এ কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি হিসেবে আরিফ হোসেন ও আজমির হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন ও মোঃ শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ।প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হোসেন,
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সানজীব আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিব হোসেন সুমন।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত সীমান্ত সম্প্রীতি সংঘ সংগঠনটি চন্দনপুর এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। বৃক্ষ রোপন কর্মসূচি পালন, ঈদ সামগ্রী বিতরণ, জরুরি রক্ত দান, অসহায় দুঃস্থ রোগীর চিকিৎসায় অর্থ প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পরিবারে শীত বস্ত্র বিতরণ, লাইব্রেরি প্রতিষ্ঠা ইত্যাদি জনকল্যাণমূলক কাজ অন্যতম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]