কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। ২৮ অক্টোবর ২০২৪ চাঁন্দুড়িয়া ইবতেদায়ি মাদ্রাসা আঙিনায় বৃক্ষ রোপন করার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হাসান আবু তাহের, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব ঈসমাইল হোসেন, আনোয়ার হোসেন, চাঁন্দুড়িয়া ইবতেদায়ি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি তৈমুর রহমান মৃধাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি তৈমুর রহমান মৃধা কলারোয়া নিউজকে বলেন, "আমরা এবার একটু ভিন্নভাবে বৃক্ষরোপন শুরু করেছি। প্রথমে এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গিয়ে কতৃপক্ষের কাছ থেকে গাছের চাহিদা তালিকা নিচ্ছি, এবং সে অনুযায়ী গাছ পাঠিয়ে দিচ্ছি। ধাপে ধাপে এলাকার সকল প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় পরিকল্পনা থকাবে। যারা এ মহতি উদ্যোগে শরীক হয়েছেন সীমান্ত সম্প্রীতি সংঘের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। "
উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ সাতক্ষীরার কলারোয়ার উপজেলার একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যা ২০২১ সালে থেকে বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]