সাতক্ষীরার কলারোয়ার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ধর্মীয় কার্যাবলীর মধ্যে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন অন্যতম। এবারের আয়োজন চতুর্থ বার্ষিক। উক্ত আয়োজনে প্রধান বক্তা হিসেবে জনপ্রিয় ইসলামিক স্কলার সাদিকুর রহমান আল আজহারী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হোসেন।
তিনি বলেন, "সম্মিলিত মিটিং এর মাধ্যমে আমরা মাহফিলের তারিখ চূড়ান্ত করেছি তা হলো ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, সন্ধ্যা। আলহামদুলিল্লাহ প্রধান বক্তার সাথে আমরা ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ছি। তবে অন্যান্য বক্তা, সভাপতি ও অতিথি তালিকা আমরা শীঘ্রই চূড়ান্ত করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক কাজের মাধ্যমে আলোচনায় এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]