কলারোয়া সোনাবাড়িয়া ইউনিয়নে উন্নত জাতের বাছুর প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্রাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে এলাকার উৎপাদিত উন্নত জাতের শতাধিক বাছুর মেলায় প্রদর্শন করা হয়।
রবিবার(৫ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় সোনাবাড়িয়া ইউনিয়নের বিবিআরএনএস হাইস্কুল চত্বরে ওই মেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এবিএম আব্দুর রউফ।
বিবিআরএনএস হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবুরর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডাক্তার মাহাবুবর রহমান, ব্রাকের জোনাল ম্যানেজার ডাক্তার এম,এ মান্নান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালসহ সূধি ও খামারীগণ।
আলোচনা শেষে মেলায় বাছুর প্রদর্শন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী খামারীসহ অংশগ্রহনকারি খামারীদের পুরস্কৃত করা হয়।
সভায় বক্তারা, ব্রাকের কৃত্রিম প্রজনন বাছুর প্রদর্শনীর মাধ্যমে গবাদি প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নতমানের পশু পালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]