সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই কমিটি ঘোষনা করা হয়।
'শ্রমিকের অধিকার আদায় নিশ্চিত করতে হবে ' এই প্রতিপাদ্য ধারণ করে তালা কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হাতকে শক্তিশালী করতে হবে। ইউনিয়নের সকল শ্রমিককে এক কাতারে দাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান করে পথ সভায় বক্তব্য প্রদান করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আকবর হোসেন বুলবুল ও ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোকলেছুর রহমান।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিক দলের নেত্রী বৃন্দ সমর্থক এই অনুষ্ঠানে উপস্থিত হয়।সোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে হাইস্কুল মোড় এবং সোনাবাড়ীয়া সোনারবাংলা কলেজ মোড় হয়ে আনন্দ মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
শ্রমিক দলের নব্য সভাপতি আমির হামজা মিঠুন, সাধারণ সম্পাদক সোহেল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]