সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়তায় ওই চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।
রবিবার (১৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ জনগোষ্ঠির পাশে থাকার প্রত্যয়ে ৭৭৪টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান।
ভিজিএফ (VGF অর্থাৎ Vulnerable Group Feeding) হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচির নাম। ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। এছাড়াও ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়।
সেসময় ইউপি সদস্য সাইদুর রহমান, আল-আমিন, মাহমুদুল হাসান, নাজিরা খাতুন, রহিমা খাতুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (এই পদের পূর্বে নাম ছিলো ইউপি সচিব) মো. আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, ‘সাধারণ জনগণই আমার প্রাণ। সবসময় তাদের পাশে থাকতে পারাটা আমি সৌভাগ্য মনে করি। আমার এলাকা ও এলাকার মানুষের সুখে-দুখে ভবিষ্যতেও থাকতে চাই। প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারি সকল বরাদ্দ পৌছে দেয়া চেয়ারম্যান হিসেবে আমার ঈমানী দায়িত্ব। এতে কোনরকম অনিয়ম সহ্য করবো না।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]