 
     নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ঐতিহ্যবাহী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের মাঠ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের-২৪’ ব্যাচের ছাত্র-ছাত্রী ও কর্তৃপক্ষের আয়োজনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ঐতিহ্যবাহী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের মাঠ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের-২৪’ ব্যাচের ছাত্র-ছাত্রী ও কর্তৃপক্ষের আয়োজনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আরম্ভ হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজীর হোসেন (হেলাল)।
অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সোনার বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, ইউপি সদস্য নুরুল ইসলাম, অভিভাবক সদস্য সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম।
দোয়া ও মোনাজাত করেন ধর্মীয় শিক্ষক কামাল হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]