সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলামের এক বক্তব্যের প্রতিবাদে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস.এম শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে সোনাবাড়ীয়া বাজার মোড় সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত ব্যথিত ও বিস্মিত হয়েছি, গতকাল (৬ মে ২০২৫) আমার স্নেহাস্পদ ছোটভাই, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম আমাকে জড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি ও শুনেছি। উনি সাবেক এমপি মোস্তফা লুৎফুল্লার সাথে আমার একটি ছবি দেখিয়ে বলেছেন- ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমি তার নির্বাচনী প্রচারণা মঞ্চে বসে আছি। কিন্তু তিনি ভুলে গেছেন ২০১৮ সালে আমাদের তালা কলারোয়ার সাবেক সফল সংসদ সদস্য সাতক্ষীরার উন্নয়নের রূপকার, জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই নির্বাচন করেছিলেন এবং আমি তার সাথেই ছিলাম। ২০১৮ সালের নির্বাচনের যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ হামলা চালায় সেই লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমিও ছিলাম, তার ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে, চাইলে আমি দেখাতে পারব।
এস.এম শহিদুল ইসলাম আরও বলেন, সাবেক মেয়র আক্তারুল ইসলাম যে ছবিটি দেখিয়েছেন সেটা ২০১৫ সালে ৫নং কেঁড়াগাছী ইউনিয়নের হরিদাস ঠাকুরের জন্মভিটার এক অনুষ্ঠানের। আমি তখন রানিং চেয়ারম্যান। দায়িত্বে থাকার কারণে বিভিন্ন সামাজিক ও জাতীয় উৎসবগুলোতে যেতে হয়েছিলো। তার অর্থ কী এই, আমি ফ্যাসিস্ট ও স্বৈরশাসক আওয়ামীলীগ ও ওয়ার্কার্স পাটির রাজনীতি করেছি?
তিনি আরও বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাড়িঘর ভাঙচুর করে আওয়ামী লীগ। আমি নির্বাচন থেকে সরে না গেলে আমার ছেলেকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে আমি পিজি হসপিটালে গুরুত্বপূর্ণ অপারেশন করায়, অপারেশন করে বাড়ি আসার তিন দিনের ভিতর ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করে এবং মোটা টাকা নিয়েও আমাকে চালান করে দেয়। দীর্ঘ এক মাসের বেশি জেল খাটি। এখনও পর্যন্ত ইউনিয়নে সর্বাধিক মামলা আমার নামে। ইউনিয়নে অনেক বড় নেতা আছে তাদের নামে একটা মামলা পর্যন্ত নেই। তাহলে আওয়ামী লীগের সঙ্গে আতাত কি আমি করেছি? নাকি অন্যকেউ?
সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুল জলিল, সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]