কলারোয়ার সোনাবাড়ীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ ও পট গান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠানটির আয়োজন করেন সোনাবাড়ীয়া পিস ক্লাব।
উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিকাল থেকে চলতে থাকে পথ নাটক ও পট গান। সন্ধ্যার পর শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন, সোনাবাড়ীয়া পিস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ।
বিপুল পরিমাণ দর্শক সমাগমে মুখোরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]