কলারোয়ার প্রাচীনতম বিদ্যাপীঠ হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন বিমল চন্দ্র ঘোষ।
তিনি বুধবার বিদ্যালয়ে যোগদান করেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা,বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারী, ছাত্র ছাত্রীরদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের চাপারডাঙ্গী গ্রামের নন্দ দুলাল ঘোষের পুত্র। শিক্ষা জীবনে তিনি ১৯৯৪ সালে এস, এস, সি, ১৯৯৬ সালে এইচ, এস, সি পরিক্ষায় বিজ্ঞান বিভাগে যশোর বোর্ডের অধীনে প্রথম এবং ২০০০সালে বি এস সি,২০০৪ সালে বিএড জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় বিভাগে ও২০১২ সালে ৩.৪ পেয়ে দারুল ইনসান বিশ্ববিদ্যালয় থেকে এম এ পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
পেশাজীবনে তিনি আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১১ বছর সহকারি শিক্ষক এবং ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে সহকরি প্রধান শিক্ষক পদে ১১বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ সকলের সার্বিক সহযোগিতা আর্শিবাদ কামনা করেন। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও সুধীজনদের সাথে নিয়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]