কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর পদে শতাধিক সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সবার দৃষ্টি চেয়ারম্যান পদে কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেদিকেই।
উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, 'তফশীল অনুযায়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন অনেকে। ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। পাঁচ জন সরকারি কর্মকর্তাকে দু'টি করে ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।'
বুধবার (১০ মার্চ) পর্যন্ত চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন: ১নং জয়নগর ইউনিয়নে জয়দেব সাহা ও সিদ্দিকুর রহমান, ২নং জালালাবাদ ইউনিয়নে এখন পর্যন্ত কেউ সংগ্রহ করেন নি, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, শেখ সোহেল রানা ও মোহাম্মদ রফিক, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, মারুফ হোসেন ও মফিজুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম ও আকবর আলী, ৭নং চন্দনপুর ইউনিয়নে মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম ও ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার ও আবু জাফর, ১১নং দেয়াড়া ইউনিয়নে মিনাজ উদ্দীন, আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ও তার স্ত্রী নাজমা পারভীন এবং ১২নং যুগিখালি ইউনিয়নে এরশাদ আলী ও আবুল বাশার।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান দু’জনই গত নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।
রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন কয়লা ও হেলাতলা ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, জয়নগর ও জালালাবাদ ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম এবং দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ এস এম সোহেল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]