কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কেরালকাতা ইউনিয়নের সাবেক দফাদার আকরম আলীর (৬৫) মৃত্যু হয়েছে।
সে কেরালকাতা (পশ্চিম) গ্রামের মৃত রমজান আলী গাজীর পুত্র।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি নিজ বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত মাঠে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল জানান, এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নং-৩৩।
মৃত্যুকালে আকরম আলী স্ত্রী, ২ পুত্র,২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ মাগরিব নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাযায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও আসন্ন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ভিপি মোরশেদ, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক এই দফাদারের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
আকরম আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]