কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু সেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলারোয়া ব্র্যাক অফিসের হলরুমে জেলা সমন্বিত চক্ষুসেবা কার্যক্রমের আওতায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশন পরিচালনার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল আই কেয়ারের তত্ত্বাবধানে এবং সাইটসেভার্স এর অর্থায়নে, ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি খুলনার বাস্তবায়নে আগামি ১১ জানুয়ারী কলারোয়া ব্র্যাক অফিসে এই চক্ষু ক্যাম্প পরিচালনা করা হবে।
মতবিনিময় সভায় আয়োজক প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, শিক্ষক শেখ শাহিন, কৃতি ফুটবলার মাসুদ হোসেন, কলারোয়া ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক মো. রোকনুজ্জামান।
সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম এ্যাসিসটেন্ট মাহবুবুর রহমান।
সভা শেষে বিনামূল্যে চারজন চোখের অপারেশন করা রোগীর মাঝে চশমা বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]