জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন উপলক্ষে কলারোয়ায় উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
আগামি ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) দেশব্যাপী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী ভিটামিন প্রদান কেন্দ্রসহ বিভিন্ন স্থান থেকে এই ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল ও এক বছরের বেশি থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সকল অভিভাবককে তাদের শিশুদের ভিটামিন 'এ প্লাস' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।
মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভীর সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কান্তি, স্যানিটারী পরিদর্শক শফিকুর রহমান, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, এএইচআই নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, সিএইচসিপি, নার্চসহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]