কলারোয়ার বুঝতলা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্জ্ব মাওলানা আবু জাফর মোহাম্মাদ হোসাইন ইন্তেকাল করেছেন।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৭৪ সালে থেকে বুঝতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শেষে ২০১০ সালে অবসর গ্রহণ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বুঝতলা সিনিয়র মাদ্রাসা ময়দানে ও বাদ জোহর জালালাবাদ প্রাইমারী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]