কলারোয়ার দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেন (৮০) হৃদ রোগে আক্রান্ত মৃত্যু হয়েছে।
গত (২৭শে ফেব্রয়ারী) সোমবার রাত সাড়ে ১১টার এই গুনি অবসরপ্রাপ্ত শিক্ষকের চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিকভাবে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক আমির মাষ্টার দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি দিয়াড়া কাশিয়ারডাঙ্গা গ্রামের একজন কৃতি সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যা, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে মাস্টার নাজমুল হোসেন মিল্টন বলেন আমার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু যুদ্ধের সময় অনেক দায়িত্ব পালন করেছিল কিন্তু দুঃখের বিষয় আমার পিতা নিজে মুক্তিযোদ্ধার কোন সনদ নেননি। আমার পিতা ২০০৯ সালে তেরি মোহিনী মাদ্রাসা থেকে অবসরে যান।
গতকাল সোমবার যোহরবাদ মরহুমের নিজস্ব বাসভবনের জানাযা নামাজ শেষে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]