যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় গণহত্যা দিবস পালন করেছে কলারোয়া আলিয়া মাদ্রাসা।
২৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় আলিয়া মাদ্রাসার হলরুমে 'গনহত্যা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে স্মৃতি চারণমূলক' আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে জাতীয় গণহত্যা দিবসের স্মৃতিমূলক আলোচনা করেন মাদ্রাসার গর্ভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও গর্ভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল গফফার, মহিদুর রহমান, শেখ শাহাজাহান আলী শাহীন, মাওলানা তৌহিদুর রহমানসহ সকল শিক্ষক।
করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে সীমিত সংখ্যক ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মহিদুর রহমান।
পবিত্র কুরআন তেলোয়াতের দেশাত্বোবোধক সংগীত পরিবেশন করে দশম শ্রেণির ছাত্র মুস্তাহিদুল ইসলাম।
এদিকে অনুরূপ ভাবে সিংগা বিএসএইচ হাইস্কুল, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, কাজিরহাট কলেজ, বেত্রবতী হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]