নিজস্ব প্রতিবেদক: কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় "বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ কামনায় স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়"।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ কামনায় স্মরণসভা, দোয়া করা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলীর সভাপতিত্ত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় আলোচনা করেন ছাত্র মোঃ আবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন, মোঃ মহিদুর রহমান, মোঃ তৌহিদুর রহমান এবং ইসলামি সংগীত পরিবেশন করেন শেখ ফাহিম হাসান, মীর তাজুল ইসলাম।
সকল বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের শ্লোগান গুলো স্মরণ করে বলেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের অবদান কে অস্বীকার করলে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সন্মান না দেখালে শহীদদের সাথে বেঈমানী করা হবে এবং পতিত স্বৈরাচার আবারো ফিরে আসবে।
এজন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী। সমগ্র অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও স্টাফ এবং ছাত্র- ছাত্রী গন উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]