কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মিত চারতলা ভবনের নির্মান কাজ পর্যবেক্ষন ও পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের মাননীয় সচিব ড.খ ম কবিরুল ইসলাম। গতকাল শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করেন এবং পড়া লেখার মান ও শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজ নেন। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী বলেন সচিব মহোদয় কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসার নির্মিত চারতলা ভবনের নির্মাণে সকল প্রকার অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন। মাদ্রাসা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা উপজেলা পর্যায়ের প্রকৌশলীরা, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী সহ সকল শিক্ষক ও শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]