জুলফিকার আলী,কলারোয়া::কলারোয়া আলিয়া মাদ্রাসায় রাতের আধারে সন্ত্রাসীরা পাচিল ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে মাদ্রাসার পুরানো পাচিল একদল সন্ত্রাসীরা ভেঙে ফেলেছে এবং মাদ্রাসার ভিতরের রাস্তার ইট তুলে নিয়ে গেছে। এছাড়া অন্য দেয়াল ভাঙার চেষ্টা করেছে এবং ব্যাপক ক্ষতি সাধন করেছে। কিন্তু ১১.৩০ মিনিটে পুলিশ আসায় তারা আর ভাঙতে পারে নি। পুলিশ তাদের কে নিবৃত্ত করে এবং সকালে থানায় দেখা করতে বলে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলী কলারোয়ার বাহিরে অবস্থান করায় সন্ত্রাসীরা এই সুযোগে ভাঙচুর করেছে। মাদ্রাসার অধ্যক্ষ জানান, মাদ্রাসার ছাত্রদের বাই সাইকেল ও অন্য মালামাল চুরি হওয়ায় গেট নির্মাণ জরুরি হয়ে পড়ে। সেই মোতাবেক একজন দানশীল ব্যাক্তি গেট দান করলে লাগিয়ে দেন ঐ রাতে তারপর রাত ১১ টার দিকে ইছাহক ও তার ছেলে এরশাদ এবং মেহেদী সহ আরো ১০/১২ জন সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এতে এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী বলেন,সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলারোয়া থানায় আসামীদের নাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]