জুলফিকার আলী : সোমবার সকাল ১০টার দিকে কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে ফাজিল ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ম বর্ষের ছাত্র মোঃ মোস্তাকিম বিল্লাহ, ও ২য় বর্ষের পক্ষ থেকে মোঃ রমজান আহমেদ, শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান,মাওঃ বজলুর রহমান, শাহনাজ পারভিন, শিরিনা আক্তার, প্রভাষক নুর হোসেন মিলন, আঃ কাশেম। এই অনুষ্ঠানে সকল শিক্ষক ও স্টাফবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০২৪ -২৫ শিক্ষাবর্ষে ফাযিল ক্লাশের ছবক প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা আহমাদ আলী। একই অনুষ্ঠানে আলিম ১ম বর্ষের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রভাষক মোঃ আবু জাফর, এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন ছাত্র/ ছাত্রী কে পুরস্কার প্রদান করা হয়।
কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসার ৩৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্ণমিলনী আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা ও সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক এ্যাডঃ আবু জাফর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]