কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসার মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান। দুইদিনে এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাযিল স্থরে চার গ্রুপের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাঁকজমকভাবে বিভিন্ন ইভেন্টে খেলাগুলি অনুষ্ঠিত হয়।
সোমবার খেলা শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। আর খেলা তোমাদের মন ও শরীর সুস্থ রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা চালিয়ে যাবে।
পরে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ মহিদুর রহমান ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
খেলাগুলি পরিচালনা করেন আহসান হাবীব, মোঃ রোকনুজ্জামান, শফিউল আযম, আরশাদ আলী, আঃ রহিম, আবু জাফর, শাহনাজ পারভীন, শিরিন আক্তার, তাহিরা খাতুন, কেয়া নন্দী।
ভলিবলে দাখিল স্তর আলিম স্তরকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষকদের ছিল বাস্ককেটে বল ছোড়া। এই খেলায় ১ম হন প্রভাষক শিরিন আক্তার, ২য় অফিস স্টাফ মোঃ রবিউল ইসলাম এবং ৩য় স্থান লাভ করেন শিক্ষক মোঃ রহিম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]