আজ রবিবার কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র সচিব কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান জানান,কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে ছাত্র ৬৮ জন এবং ছাত্রী ৫১ জন। কলারোয়া আলিয়া মাদ্রাসা থেকে ৪১ জন, হামিদপুর আলিম মাদ্রাসা থেকে ১৮ জন, বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২৫ জন, এবং কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা থেকে ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।
আজ (২৭ আগষ্ট) রবিবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয় নি। একইসাথে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে কেন্দ্রে কারিগরি বোর্ডের আওতাধীন বি,এম শাখার পরীক্ষা শুরু হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]