কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের এবতেদায়ী ও ৮ম, ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ৬ষষ্ঠ ও ৭ম শ্রেনীর বাৎসরিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট ফরম এবং রিপোর্ট কার্ড প্রদান করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীসহ সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
অতিথিবৃন্দ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ও সাবেক অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিক ও মনোযোগী হতে হবে এবং শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক মানসিকতা সম্পন্ন করে তুলতে হবে।
কৃতকার্য ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও দোয়া জানিয়ে আরো ভালো করার তাগিদ দেন তারা।
নতুন বছরের ১ জানুয়ারি বই উৎসবে সকল শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার বাংলা প্রভাষক মো. নুর ইসলাম মিলন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]