কলারোয়া আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে ছাত্র/ছাত্রীদের আয়োজনে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ মুহাঃ আইয়ুব আলী। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লামিয়া সুলতানা, মোঃ সোহেল হোসেন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ ফাহিম হাসান।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আকবর আলী,শেখ শাহাজাহান আলী শাহিন, মোঃ আহসান হাবীব, সহকারী অধ্যাপক তৌহিদুর রহমান, মোঃ মহিদুর রহমান, ও প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ মুহাঃ আইয়ুব আলী। বক্তব্য শেষে বর্তমান ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসা কে উপহার তুলে দেওয়া হয়।
শেষে দোয়া পরিচালনা করেন আরবী প্রভাষক মোঃ আবু জাফর। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন, প্রভাষক আবু জাফর, শিরিনা আক্তার,শিক্ষক রহিমা খাতুন, ফাতিমা বেগম,তাহিরা খাতুন,কেয়া নন্দী, মোঃ সরোয়ার,মোঃ বদরুজ্জামান, আবু জাফর, আরশাদ আলী, সহ শিক্ষকগন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক নূর হোসেন মিলন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]