কলারোয়া উপজেলা ইলেকট্রিশয়ান ইউনিয়নের আয়োজনে অসহায় শ্রমিকদের মাঝে কোরবানীর মাংস বিতরন করা হয়েছে।
শনিবার ০১ আগষ্ট (ঈদের দিন) আসর বাদ কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের অফিসে অসহায় গরীব ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে এই গোশত বিতরণ অনুষ্ঠিত হয়।
বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসার অনন্য নিদর্শন কুরবানি। এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যমও। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা একটা ইবাদত।এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হলেও গরিবদের মাঝে কুরবানির গোশ্ত বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে পিছিয়ে নেই কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন।
কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম লিটন এর পরিচালনায় গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কাজী মশিউল আজম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ,সদস্য মোবারক হোসাইন, শেখ কবিরুল ইসলাম, গোলাম কিবরিয়া জুয়েল,সাইফুল ইসলাম বাবলু,ওলিউর রহমান,আকরাম আলি,বেল্লাল হোসেন,আনারুল ইসলাম,আব্দুর রহিম,বাবর আলী,রাজু আহম্মেদ,ইয়াছিন হোসেন,নুর ইসলাম প্রমুখ।
এর আগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৩০ টা পরিবারকে পোলাও এর চাউল,সিমাই, লাচ্চা ও চিনি ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]