দীপক শেঠ,কলারোয়া: কলারোয়া উপজেলার আইন-শৃঙ্খলা সমুন্নত ও স্বাভাবিক রাখতে উপজেলাব্যাপী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গঠিত প্রতিটি কমিটির আহবায়কের দায়িত্ব থাকছে ছাত্রদের হাতে।
এছাড়া প্রতিরোধ কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, শিক্ষকবৃন্দকে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সংখ্যালঘু পরিবার ও তাদের উপাসনালয়গুলোর সুরক্ষায় দায়িত্ব পালন করবেন।
প্রতিরোধ কমিটির আহবায়কেরা হলেন: কলারোয়া পৌরসভায় শেখ আবির আহম্মেদ, জয়নগর ইউনিয়নে মোজাহিদ হোসেন ও ইনজামামুল হেসেন, জালালাবাদে সাইদুর রহমান, সোনাবাড়িয়ায় খালিদ হাসান, কেঁড়াগাছিতে তারিক আজিজ, লাঙ্গলঝাড়ায় আহসান হাবিব সেতু, চন্দনপুরে মেহেদী হাসান, কেরালকাতায় এসএম তন্ময়, কুশোডাঙ্গায় শাহেদ হাসান ও মুদাচ্ছির হোসেন।
দেয়াড়ায় কারিমুর হোসেন ও যুগিখালিতে মাসুমবিল্লাহ ও মুহাম্মদ আবু জাফর। তবে হেলাতলা ও কয়লা ইউনিয়নের প্রতিরোধ কমিটির নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। শুক্রবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিরোধ কমিটির নাম প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]