কলারোয়ায় আইন শৃংখলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে পর্যায়ক্রমে সভা ৩ টি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি উপজেলা ব্যাপি আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, জনগনের সেবা নিশ্চিত করা ও বেসরকারি উন্নয়ন সংস্থার সকল কার্যক্রম আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) আব্দুল্যা আল মামুন, থানার অফিসার ইনচার্জ( ওসি) সামসুল আরেফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাশ,
মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার,এনজিও প্রতিনিধি মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, এনজিও সমন্বয়কগণ, ব্যবসায়ী প্রতিনিধি ও সূধিবৃন্দ।
উল্লেখ্য, সভায় এনজিও সমন্বয়ক সভা, আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]