কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ) এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমিতির মাধ্যমে কৃষিতে উন্নয়ন ঘটানোর আহবান জানান।
কলারোয়া ইউসিসিএ লি. এর সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, ইউসিসিএ লি. এর সাবেক সভাপতি আব্দুল গফুর ও আব্দুর রকিব।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন, সানবিম করিম সিয়াম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের ভিত্তিতে সমিতির সদস্যদের পুরস্কৃত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]