দীপক শেঠ, কলারোয়া: আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জনপ্রতিনিধি এসএম আলতাফ হোসেন লাল্টুর নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৩ মার্চ) বিকালে থানার সামনে চৌধুরী মার্কেটের নিচের তলায় ওই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ৮০'র দশকের ছাত্রলীগ নেতা, বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এস,এম আলতাফ হোসেন লাল্টু। বক্তব্যে তিনি জনগনের ভোটে নির্বাচিত হয়ে কলারোয়াকে একটি মডেল উপজেলায় পরিণত করতে সর্বস্তরের জনগনের সমর্থন কামনা করেন।
আগামীতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কলারোয়ার উন্নয়নে ভোটাধিকার প্রয়োগে সকলের সু-চিন্তিত মতামত প্রকাশের আহবান জানান। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সকল কর্মী- সমর্থককে নির্বাচনী মাঠে সুস্থ ধারার রাজনীতি বজায় রেখে সুষ্ঠ, সুন্দর পরিবেশে ভোটারদের কাছে ভোট প্রার্থনার আবেদন করেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ' লীগের সহ সভাপতি শেখ সাঈদ উদ্দীন। উপজেলা যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম ও প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, জেলা আ'লীগ নেতা জিএম ফার্ত্তাহ।
সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড: জিয়াউদ্দীন জিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিসান, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম মালি, সাবেক ইউপি চেয়ারম্যান ওজিয়ার রহমান।
সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্ঠা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, জয়নগর আ'লীগ সভাপতি মাস্টার আজিজুর রহমান।
কেরালকাতা ইউনিয়ন আ'লীগ নেতা সরদার আব্দুর রউফ, চন্দনপুর আ'লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, পৌর আ'লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, যুগিখালী আ'লীগ নেতা আব্দুল জলিল, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন।
আ'লীগ নেতা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আ'লীগ নেতা আব্দুল কুদ্দুছ চুন্নু, ছাত্রলীগ নেতা ইমরান কবির, প্রিমিয়র ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, আ'লীগ নেত্রী রাজিয়া সুলতানা দুলালি, শ্রমিক লীগ নেতা মন্জুরুল ইসলাম মিঠু, প্রভাষক আল কামুন, জিএম ফৌজি সহ ইউনিয়ন ও পৌর আ'লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সূধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]