মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। ওই মসজিদে সদ্য নিয়োগকৃত ইমাম, মোয়াজ্জেন ও খাদেম যোগদান করায় মসজিদে পুরাতন ইমাম খতিব মোয়াজ্জেন ও খাদেমকে বিদায় সংবেদনা প্রদান করা হয়েছে। তারা দীর্ঘ সাত বছর যাবত এক মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমামকে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে।
পুরাতন যাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে তারা হলেন, খতিব মাওলানা মতিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মোয়াজ্জিন মাসুদুর রহমান, খাদেম আব্দুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের কার্যকর পরিষদের সভাপতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, উপজেলায় কৃষি উপ-সহকারী আবির হোসেন।
তারা বলেন, এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সম্মানি দিয়ে বিদায় দেয়ায় প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি সভাপতি ইউএনও মহোদয় ও উপজেলা চেয়ারম্যান।
সদ্য বিদায় ইমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, দীর্ঘ ৫ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছি। নতুন মডেল মসজিদ নির্মাণ হওয়ায় আমরা অবসরে যাচ্ছি।
নিয়মিত মুসাল্লি মিশকাত হোসেন বলেন, তিনি এলাকার মানুষ কাছে পরিবারের সদস্যদের মতো ছিলেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহতাআলা তাকে যেন ভালো রাখেন।
খতিব মতিউর রহমান বলেন, বিদায়কালে উনারা আমাদেরকে যে সম্মান দিয়েছেন তা আমাদের সারাজীবন মনে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া মডেল মসজিদের সদস্য সচিব শামসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, সহকারী এরশাদ আলীসহ নিয়তি মুসাল্লিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]