তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৩মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনার জিয়াউর রহমান ও উপজেলা নির্বাচন সহকারী রিটারিং অফিসার ওয়াহিদ মুরাদ প্রতীক বরাদ্দ করেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে ঘোড়া প্রতিক ও সাবেক কেঁড়াগাছী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুকে আনারস প্রতিক এবং আনারুল ইসলামকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
ভাইস চেয়াররম্যান পদে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন তালা প্রতীক, যুবলীগ নেতা মফিজুল ইসলাম লাভলু উড়োজাহাজ, আশিকুর রহমান মুন্নাকে বই এবং জাহিদুর রহমান খান চৌধুরীরকে মাইক প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়াররম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়াররম্যান শাহনাজ নাজনীন খুকুকে হাঁস ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না কলস প্রতীক পেয়েছেন।
এদিকে, চেয়ারম্যান পদে একই প্রার্থী একই প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, কলারোয়া উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৯ প্রার্থী প্রতীক নিয়ে ব্যালটে পেপারে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]