নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল এগারটায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে কলারোয়া উপজেলা মোড়ে যশোর- সাতক্ষীরা রাস্তার দুই পাশে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তাগন বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে মানববন্ধনে তুলে ধরেন।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সুপার মোঃ আব্দুল মোনায়েম, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলার সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহমেদ আলী, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। মানববন্ধন শেষে শিক্ষকগন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের অফিস কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে ও বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মারক লিপি প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]