
কলারোয়া প্রতিনিধি: উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(রুটিন দায়িত্ব) রিয়াজউদ্দিনের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত প্রহণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব এসএম এনামুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম সোহেল, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]