জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন -২০ ফেব্রুয়ারী -২০২৩ উপলক্ষে উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৯ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
আগামী কাল ২০ ফেব্রুয়ারী দেশব্যাপী এই ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন করা হবে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ ফ্রেব্রুয়ারী কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ২৮৯টি কেন্দ্রে সকাল ৮টা হতে এই টিকা খাওয়ানো হবে। কলারোয়া উপজেলার ০৬ হতে ১১ মাস বয়সের ৩ হাজার একশত শিশকে ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সের ২৮ হাজার ৮ শত সাইত্রিশ জন শিশু এই টিকার
আওতায় আসবে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবর রহমান সান্টু।
সভায় উপস্থিত থেকে বিস্তারিত কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবর রহমান সান্টু।
উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.বাপ্পি কুমার দাস, ডা.কামাল হোসেন, এস আই (সেনেটারী ইনস্পেক্টর) শফিকুর রহমান, হেল্থ ইন্সপেক্টর নজরুল ইসলাম, সিনিয়র ষ্ট্যাফ নার্স বিলকিস বেগম, মেডিকেল টেকনোলজিস কাজি নাজমুল হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]